শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক ফিচার ২ জানুয়ারী ২০১৪, ৪:৩১ অপরাহ্ন
শেয়ার

কোরিয়ায় মেশিন রিডেবল পাসপোর্টের আবেদন গ্রহণ শুরু


অনলাইন প্রতিবেদক, সিউল, ২ জানুয়ারী ২০১৪:

বহুল আকাঙ্ক্ষিত মেশিল রিডেবল পাসপোর্ট আবেদন গ্রহণ শুরু করেছে সিউলস্থ বাংলাদেশ দূতাবাস। সপ্তাহের যেকোন কার্যদিবসে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টার মধ্যে দূতাবাসে গিয়ে মেশিন রিডেবল পাসপোর্টের জন্য আবেদন করা যাবে।

loop52_1277777993_2-iq0001_2_দূতাবাস সূত্র জানায়, ছবি তোলা এবং ফিঙ্গারপ্রিন্টের কাজ দূতাবাসে করা হলেও পাসপোর্ট বাংলাদেশ থেকে প্রিন্ট করে আনতে হবে। যে কারণে সময়ও বেশি লাগবে। সাধারণ পাসপোর্টের জন্য ৩০দিন এবং জরুরী পাসপোর্টের জন্য ১৫ দিন সময় লাগবে বলে জানিয়েছে দূতাবাস।

যা যা লাগবেঃ
– ফি জমাদান। সাধারণ- ১,২০,০০০উওন, জরুরী- ২,৪০,০০০উওন।
– নির্ধারিত আবেদনপত্র পূরণ।
– বর্তমান পাসপোর্ট।
– জন্মসনদ অথবা জাতীয় পরিচয়পত্র।
– দূতাবাসে গিয়ে ছবি তোলা এবং ফিঙ্গারপ্রিন্ট দেওয়া।