শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক লাইফস্টাইল ১৮ সেপ্টেম্বর ২০১৮, ৫:৪১ অপরাহ্ন
শেয়ার

মাত্র ৭৯৯ টাকায় বিমান ভ্রমণের সুযোগ!


go-airসময় পেলেই ভারত ঘুরতে যান অনেকেই। তাদের জন্য গোএয়ার নিয়ে এলো ‘উইকেন্ড সেল’৷ যেখানে মাত্র ৭৯৯ টাকায় পাওয়া যাচ্ছে বিমানের টিকিট। সোমবার থেকে শুরু হওয়া অফারটি আজ (১৮ সেপ্টেম্বর ২০১৮) শেষ হবে। এই অফারে সংগ্রহ করার টিকিটগুলো দিয়ে আগামী ১-২০ অক্টোবর, ২০১৮ পর্যন্ত ভ্রমণ করা যাবে।

গোএয়ার ওয়েবসাইট সূত্রে জানা গেছে, যারা প্রথমে টিকিট বুক করবেন, তারাই পাবেন অফারটি। অফারের দামে টিকিটের স্টক শেষ হয়ে গেলে রেগুলার বিমান ভাড়ায় টিকিট বুক করতে হবে। একবার টিকিট বুক করা হলে টাকা কোনভাবেই ফেরৎ দেওয়া হবে না৷ তবে গ্রুপ বুকিং অথবা শিশুদের এয়ার টিকিটের উপর এ অফার প্রযোজ্য নয়।