সোমবার । ডিসেম্বর ৮, ২০২৫
ডেস্ক রিপোর্ট বিনোদন ৬ জুলাই ২০২৫, ১১:২৮ অপরাহ্ন
শেয়ার

অনলাইনে হয়রানির শিকার হয়েছি: বাঁধন


আওয়ামী সরকারের পতনের দাবিতে রাস্তায় সরব উপস্থিতি থেকে শুরু করে অন্তর্বর্তী সরকার গঠনের পর নানা জাতীয় ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, জুলাই আন্দোলনের পর দেশ নিয়ে যে আশাবাদী স্বপ্ন দেখেছিলেন, বাস্তবতার কিছু দিক তাঁকে ভীষণভাবে হতাশ করেছে।

বাঁধন বলেন, তিনি অনলাইন হয়রানির শিকার হয়েছেন এবং সামাজিকভাবে ‘খারাপ মেয়ে’ তকমাও পেয়েছেন। তাঁর মতে, এই হয়রানির পেছনে কাজ করছে সমাজের এক ধরনের অবহেলা ও দ্বিচারিতা। তাঁর ভাষায়, “মেয়েদের অনলাইনে হ্যারেজ করা হচ্ছে। আমিও শিকার হয়েছি। কারণ অনেকে মনে করে আমি এটা ডিজার্ভ করি— কারণ আমি নাকি একটা ‘খারাপ মেয়ে’। শুধু এজন্য যে, আমি ঠোঁটকাটা, সময়ের প্রয়োজনে দেশের পক্ষে দাঁড়িয়েছি।”

তিনি আরও বলেন, “তাদের সমস্যা হচ্ছে— আমাকে কোনো দল বা ঘরানায় ফেলতে পারছে না। আমি তাদের জন্য অস্বস্তির কারণ।”

জুলাইয়ের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গে বাঁধন বলেন, “সেদিন রাস্তায় গিয়ে একটা আশার আলো দেখেছিলাম। বাস্তব অভিজ্ঞতা টিভিতে দেখা সম্ভব নয়। ভেবেছিলাম, এবার সত্যিই কিছু বদলাবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, আমরা সেই করাপ্টেড সিস্টেমের মধ্যেই রয়ে গেছি, যেটা রেখে গিয়েছিল সে।”

জুলাই স্মৃতিচারণে বাঁধন লিখেছেন, “যারা বলে জুলাই বিপ্লব ভুল ছিল, তাদের জন্য আমার কেবল দুঃখ হয়। তখনকার দমন-পীড়ন, অন্যায়— সবকিছু সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল। সরকার একদিনে ফ্যাসিস্ট হয়ে ওঠেনি, ধাপে ধাপে মানুষের কণ্ঠস্বর কেড়ে নিয়ে সেটি তৈরি হয়েছে।”

৫ আগস্টের স্মৃতি টেনে তিনি বলেন, “যারা সেদিন রাস্তায় ছিল না, তারা কোনোদিন বুঝতে পারবে না সে দিনের আনন্দ কেমন ছিল— যখন সে দেশ ছেড়ে পালিয়েছিল। সেই অনুভূতি ছিল বাস্তব, গভীর এবং অবিস্মরণীয়।”

সবশেষে বাঁধন লেখেন, “হ্যাঁ, বিপ্লবের পর সব কিছু সুন্দর হয়নি। কিন্তু এটুকু পরিষ্কার— জুলাই বিপ্লব সময়োচিত এবং সঠিক সিদ্ধান্ত ছিল।”