সোমবার । ডিসেম্বর ৮, ২০২৫
ডেস্ক রিপোর্ট বিনোদন ৮ জুলাই ২০২৫, ৮:৫০ অপরাহ্ন
শেয়ার

মার্কিন স্বামীকে প্রকাশ্যে আনলেন পিয়া বিপাশা


দীর্ঘদিন পর ইনস্টাগ্রামে ফিরে চমক দিলেন মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা। পাঁচ বছর আগে হঠাৎ দেশ ছাড়লেও এবার নিজের নতুন জীবনের গল্প সবাইকে জানালেন তিনি।

যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়ে নিউইয়র্কে একমাত্র মেয়েকে নিয়ে শুরু করেন নতুন জীবন। সেখানেই এক মার্কিন নাগরিকের সঙ্গে পরিচয়, প্রেম এবং পরে বিয়ে করেন পিয়া। এতদিন সেই সম্পর্ক গোপন রাখলেও সম্প্রতি ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে ছবি ও ভিডিও শেয়ার করে তা প্রকাশ্যে আনেন।

যদিও স্বামীর পরিচয় প্রকাশ করেননি পিয়া, ব্যক্তিগত কারণেই তা গোপন রাখতে চান বলে জানিয়েছেন। ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে এখন পর্যন্ত এসেছে ১৪ হাজারের বেশি রিঅ্যাকশন এবং অসংখ্য শুভেচ্ছাবার্তা।

এর আগে এপ্রিলে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, বছরের শেষ দিকে বিয়ের আনুষ্ঠানিকতা করবেন। তবে শেষ পর্যন্ত ২৬ জুনেই সেরে ফেলেছেন সেই আয়োজন—এ তথ্যও মেলে ইনস্টাগ্রাম থেকেই।

পিয়া বিপাশার শোবিজে পথচলা শুরু হয়েছিল লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা দিয়ে। এরপর ছোটপর্দা ও বিজ্ঞাপনচিত্রে জনপ্রিয়তা পেলেও নিজেকে মানিয়ে নিতে পারেননি। তার ভাষায়, ‘লবিং ছাড়া কাজ হতো না, আশপাশের মানুষও অদ্ভুত ছিল।’

প্রথম সংসারের মেয়েকে নিয়ে টিকে থাকার লড়াইয়ের পথেই আমেরিকায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেন পিয়া। সেখানে গিয়ে সব ধরনের শোবিজ সংযোগ ছিন্ন করেন। ইনস্টাগ্রামও তিন বছর বন্ধ ছিল। এখন আবার ব্র্যান্ডপ্রমোশনের কাজে যুক্ত হয়ে ধীরে ধীরে সোশ্যাল মিডিয়ায় ফিরছেন।

বর্তমানে শোবিজে ফেরার ইচ্ছা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন পিয়া। তার এই নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন ভক্ত ও সহকর্মীরা।