
নিতেশ তিওয়ারির পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে মহাকাব্যিক সিনেমা ‘রামায়ণ’—যা হতে চলেছে ভারতের ইতিহাসের অন্যতম ব্যয়বহুল চলচ্চিত্র। দুই পর্বে নির্মিত এই লাইভ-অ্যাকশন ছবির মোট বাজেট প্রায় ১৬০০ কোটি রুপি।
রণবীর কাপুর থাকছেন রামের চরিত্রে, সাই পল্লবী সীতার ভূমিকায়, আর ‘কেজিএফ’ খ্যাত যশ অভিনয় করবেন রাবণ হিসেবে। ছবিটির প্রথম পর্ব মুক্তি পাবে ২০২৬ সালের দীপাবলিতে, দ্বিতীয় পর্ব ২০২৭ সালের দীপাবলিতে।

এই ছবিতে আরও থাকছেন সানি দেওল, লারা দত্ত, রাকুল প্রীত সিং, রবি দুবে, কাজল আগরওয়াল, অমিতাভ বচ্চন এবং অরুণ গোবিলের মতো তারকারা।
ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে নমিত মালহোত্রার ‘ডিএনইজি’ এবং ‘প্রাইম ফোকাস স্টুডিওস’। প্রথম পর্বেই বাজেট ৯০০ কোটি রুপি, বাকি ৭০০ কোটি বরাদ্দ দ্বিতীয় পর্বের জন্য।

ভারতীয় সংস্কৃতি ও পুরাণের অন্যতম মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিত এই ছবি শুধু সিনেমা নয়—একটি যুগান্তকারী প্রজেক্ট বলেই বিবেচিত হচ্ছে। এখন শুধু সময়ের অপেক্ষা—এই বিশাল আয়োজন দর্শকের মন জয় করতে পারে কিনা।
























