
গুরুতর অসুস্থ প্রখ্যাত সংগীতশিল্পী ফরিদা পারভিনকে দেখতে গিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মিডিয়া সেল এই তথ্য নিশ্চিত করেছে।
বুধবার (জুলাই ৯ জুলাই) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ফরিদা পারভিনকে দেখতে যান। এসব তিনি শিল্পীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শিল্পীর পরিবারের কাছে আর্থিক সহায়তা তুলে দেন।
এসময় মির্জা ফখরুলের সাথে আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ সোহরাব, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সভাপতি হেলাল খান, সাধারণ সম্পাদক জাকির হোসেন রুকন ও বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান।
























