
বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের জন্য আজ চরম চমক! একই দিনে পর্দায় ফিরেছেন সুপারহিরো ‘সুপারম্যান’ আর মার্শাল আর্টের জীবন্ত কিংবদন্তি জ্যাকি চ্যান। আন্তর্জাতিক মুক্তির সঙ্গেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে চলছে দুই ব্লকবাস্টার ছবি—‘সুপারম্যান’ এবং ‘কারাতে কিড: লিজেন্ডস’।
সিনেমাপ্রেমীদের জন্য আজকের দিনটি এক কথায় রোমাঞ্চকর! দুই প্রজন্মের দুই আইকনিক চরিত্রকে নিয়ে হাজির হয়েছে হলিউড। একদিকে পৃথিবীর ত্রাতা সুপারম্যান, অন্যদিকে মার্শাল আর্টে বিশ্ব মাতানো জ্যাকি চ্যান।
সুপারম্যান: নতুন যুগের শুরু
‘লুক, আপ ইন দ্য স্কাই! ইজ ইট আ বার্ড? ইজ ইট আ প্লেন? নো, ইট’স সুপারম্যান!’—বিশ্বজুড়ে পরিচিত এই সংলাপ নতুন প্রাণ পেয়েছে জেমস গান পরিচালিত নতুন ‘সুপারম্যান’ ছবিতে। ডিসি ইউনিভার্সের নতুন অধ্যায়ের সূচক এই সিনেমায় সুপারম্যান চরিত্রে অভিনয় করেছেন ডেভিড কোরেনসোয়েট।

এই ছবি কেবল অ্যাকশন নয়, এতে রয়েছে মানবিকতা, অভিবাসন, রাজনীতি আর নৈতিক দ্বন্দ্বের গল্প। পরিচালক জেমস গান বলেন, “এটা শুধু সুপারহিরোর গল্প নয়, এটা এক অভিবাসীর আত্মঅন্বেষণের গল্প। যখন পৃথিবী হতাশায় ডুবে, তখনই সুপারম্যান আশার প্রতীক হয়ে ওঠে।”
‘কারাতে কিড: লিজেন্ডস’—জ্যাকি চ্যানের দাপুটে প্রত্যাবর্তন
২০১০ সালের ‘দ্য কারাতে কিড’–এর সিকুয়েল এবং ‘কোবরা কাই’ সিরিজের ধারাবাহিকতায় নির্মিত হয়েছে ‘কারাতে কিড: লিজেন্ডস’। ছবিতে দেখা যাবে, লি নামের এক তরুণ নিউইয়র্কে এসে মার্শাল আর্ট শেখে মিস্টার হানের কাছে। এই মিস্টার হান চরিত্রেই আবার ফিরেছেন জ্যাকি চ্যান।
৭১ বছর বয়সেও নিজের স্টান্ট নিজেই করেছেন তিনি! এবার লড়াই করতেই হচ্ছে, কারণ দক্ষিণ কোরীয় মাস্টার কিম তায় সাং চাইছে করপোরেট একাডেমির মাধ্যমে বিশ্বজুড়ে মার্শাল আর্ট নিয়ন্ত্রণ করতে। তাকে রুখতে এক হয় পুরনো ও নতুন প্রজন্ম—ড্যানিয়েল লারসো, জনি লরেন্স, লি এবং আরও অনেকে। লক্ষ্য একটাই: সত্যিকারের মার্শাল আর্ট চেতনা রক্ষা।

মুক্তির পর থেকেই ছবিটি দর্শক-সমালোচকের প্রশংসা কুড়াচ্ছে। এখন পর্যন্ত শুধু যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে আয় করেছে ৪৬ মিলিয়ন ডলার, আর বিশ্বব্যাপী মোট আয় পৌঁছেছে ৯২ মিলিয়ন ডলারে।
এক দিনে দুই বিশাল সিনেমা—সিনেমাপ্রেমীদের জন্য এমন দিন অনেক বছর পর ফিরে এলো। ঢাকার দর্শকেরাও আজ থেকেই উপভোগ করতে পারছেন হলিউডের দুই প্রতীক্ষিত ছবি, প্রথম দিনের প্রথম শোতেই।


























