
মনোনয়ন পেলেন গুমের শিকার ইলিয়াস আলীর স্ত্রী তাহমিনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী হয়েছেন গুমের শিকার নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য তাহমিনা রুশদির লুনা।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনের প্রার্থীর তালিকা ঘোষণা করেন। এতে তাহমিনা রুশদির লুনার নামও অন্তর্ভুক্ত রয়েছে।
এর আগে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর পর আমরা গণতান্ত্রিক নির্বাচনের দিকে এগোচ্ছি। প্রায় ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে, আর বাকি আসনগুলোতে শরিকদের সঙ্গে সমন্বয় করে প্রার্থী দেওয়া হবে।
উল্লেখ্য, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হন। এরপর থেকে তার সন্ধান মেলেনি। এবার তার স্ত্রী তাহমিনা রুশদির লুনা ধানের শীষ প্রতীকে সিলেট-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।





























