
রুমিন ফারহানা। ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি)। সোমবার সন্ধ্যায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থী মনোনীত করে তালিকা প্রকাশ করেছে দলটি।
তবে আলোচনার কেন্দ্রে থাকা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার নাম প্রার্থীতার তালিকায় নেই। তাঁর রাজনৈতিক এলাকা ব্রাহ্মণবাড়িয়ার মোট ৬টি আসনের মধ্যে ৪টিতে প্রার্থী ঘোষণা করলেও ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন খালি রাখা হয়েছে। এ নিয়ে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ে নানা গুঞ্জন তৈরি হয়েছে।
প্রার্থী ঘোষণা চূড়ান্তের আগে সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী বৈঠকে বসে বিএনপির স্থায়ী কমিটি। লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী নির্বাচন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ঠিক করা হয়।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।





























