রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৪ নভেম্বর ২০২৫, ৯:৪৮ পূর্বাহ্ন
শেয়ার

জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা কবে, জানালেন শফিকুর রহমান


amir

বিমানবন্দরে প্রেস ব্রিফিং করছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চূড়ান্ত প্রার্থী তালিকা সময়মতো ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে বিদেশ সফর শেষে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

বিএনপির ঘোষিত মনোনয়ন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, “বিএনপি ২৩৭ আসনের তালিকা প্রকাশ করেছে, তবে সেটি এখনও চূড়ান্ত নয়। আমাদের পক্ষ থেকেও এক বছর আগে আঞ্চলিক পর্যায়ে প্রাথমিক তালিকা দেওয়া হয়েছে। চূড়ান্ত তালিকা যথাসময়ে জানানো হবে।”

তিনি বলেন, জামায়াতে ইসলামী একা নয়—দেশ ও জাতির স্বার্থে আরও অনেককে সঙ্গে নিয়ে নির্বাচনে অংশ নিতে চায় দলটি। সব দিক বিবেচনা করে যথাসময়ে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

বিদেশ সফর প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “আমির হিসেবে আমি নির্বাচিত হইনি, বরং সহকর্মীরা আমার ওপর দায়িত্ব দিয়েছেন। বিদেশে যেখানেই গিয়েছি, দেশ ও দেশের স্বার্থের কথা বলেছি এবং প্রশংসা পেয়েছি।”

প্রবাসীদের ভোটার তালিকা প্রসঙ্গে তিনি বলেন, সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই প্রবাসীদের অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়ার জন্য। তবে সফটওয়্যারজনিত সমস্যার কারণে অনেক প্রবাসী ভোটার হতে পারেননি। এজন্য সময়সীমা কমপক্ষে আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, “একজন নাগরিকের প্রমাণ হিসেবে এনআইডি ও বৈধ পাসপোর্ট থাকলেই যথেষ্ট হওয়া উচিত। এসব প্রক্রিয়া সহজ করার আহ্বান জানাচ্ছি।”

জামায়াত আমির আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে প্রবাসীরাও সরকার ও সংসদ পরিচালনায় আরও সক্রিয়ভাবে অংশ নেবেন।