
নির্বাচন ভবনের প্রধান ফটকের সামনে আমরণ অনশনে বসেন তিনি
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না পাওয়ার প্রতিবাদে আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল চারটায় নির্বাচন ভবনের প্রধান ফটকের সামনে আমরণ অনশনে বসেছেন।
তারেক নিজেই এই তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, “৪৩ লাখ গ্রাহকের অর্থ লুট করে মাত্র এক মাস আগে দল গঠন করে নিবন্ধন পেয়ে গেছে ‘ডেসটিনি’। এর আগেও ‘জাতীয় লীগ’ নাম নিয়ে নিবন্ধনের ঘোষণা দিয়েছিল নির্বাচন কমিশন; পরে তথ্য ফাঁস হলে তা স্থগিত করা হয়।”
তিনি আরও বলেন, বারবার রাজনীতি করে আমাদের মতো দলগুলো নিবন্ধিত হচ্ছে না; যেন রাজনীতি শুধু নির্দিষ্ট দলের পর্যায়েই সীমাবদ্ধ। তিনি শুধু নিবন্ধনের পুনরায় পুনর্বিবেচনা না, বরং যারা ‘জাতীয় লীগ’ নামটি প্রস্তাব করেছিল তাদের শাস্তির দাবি জানান।
তিনি বলেন, ‘আমরা বছরের পর বছর রাজনীতি করে নিবন্ধিত হই না। রাজনীতি শুধু বুর্জোয়াদের জন্য। নিবন্ধনের ঘোষণা নয় শুধু, যারা জাতীয় লীগের নাম প্রস্তাব করেছিল, তাদের শাস্তি চাই। না হলে আমরণ অনশন মৃত্যু দিকে ঠেলে দেবে।’





























