
ধানক্ষেতে দাঁড়িয়ে আলালের রিভিউ আবেদন
আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়ন পাননি ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল। মনোনয়ন না পেয়ে স্বভাবতই হতাশ তিনি। কিন্তু দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা যাবেনা। তাই প্রতিবাদ জানালেন এক অভিনব উপায়ে।
দলীয় প্রতীক ধানের শীষের প্রতি ভালোবাসা ও আনুগত্যের প্রতীক হিসেবে তিনি গেলেন ধানক্ষেতে। সেখানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ক্রিকেট খেলার অনুকরণে দলীয় হাইকমান্ডের কাছে করলেন ‘রিভিউ’ আবেদন।
মুহুর্তেই যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়ে যায়। অনেকেই মন্তব্য করছেন—এ যেন প্রতিবাদের নতুন এক ধরন; শৃঙ্খলা বজায় রেখেও নিজের অবস্থান ও ক্ষোভ প্রকাশের সৃজনশীল উদাহরণ।
ঘটনাটি এখন ফেনী ছাড়িয়ে দেশের রাজনীতিতেও আলোচনার জন্ম দিয়েছে—কীভাবে এক রাজনীতিক মজার ভঙ্গিতে দলীয় প্রক্রিয়ায় নিজের জায়গা পুনর্বিবেচনার আহ্বান জানালেন, সেটাই আলোচনার কেন্দ্রবিন্দু।





























