রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৮ নভেম্বর ২০২৫, ৮:১৬ অপরাহ্ন
শেয়ার

‘নির্বাচন বিলম্বিত করে ক্ষমতার স্বাদ নিতে চাইছে কিছু দল’


Hafiz

সরাসরি নির্বাচনে জয়ের সম্ভাবনা না থাকায় কিছু রাজনৈতিক দল নির্বাচন বিলম্বিত করে ক্ষমতার ভাগ ভোগ করতে চাইছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তাঁর অভিযোগ, এসব দল প্রশাসন, বিশ্ববিদ্যালয় ও ব্যাংকে নিজেদের লোক বসিয়ে অন্তর্বর্তী সরকারের সুযোগ নিচ্ছে, যা গণতন্ত্রবিরোধী।

শনিবার রাজধানীর তোপখানা রোডে বিএমএ ভবনের অডিটরিয়ামে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, স্বাধীন ভোটাধিকার খর্ব করতে ‘প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর)’ বা গণভোটের মতো নতুন ফর্মুলা সামনে আনা হচ্ছে- যার কোনো সাংবিধানিক ভিত্তি নেই। “সব দল ২৮ দফায় ঐকমত্যে এসে জুলাই সনদে স্বাক্ষর করেছে, তাহলে গণভোটের প্রয়োজন কোথায়?”- প্রশ্ন তোলেন তিনি।

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে হাফিজ উদ্দিন বলেন, বর্তমান সংস্কার প্রস্তাবদাতাদের অনেকে “বিদেশ থেকে আমদানিকৃত” এবং জনগণের সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক নেই। তিনি জোর দিয়ে বলেন, সঠিক ও অংশগ্রহণমূলক নির্বাচনই গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ।

১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ২০২৪ সালের ৫ আগস্টকে তিনি “আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণের সংগ্রামের বিজয়” হিসেবে উল্লেখ করেন।

সভায় ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদসহ বিএনপির আরও নেতারা বক্তব্য দেন।