রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৮ নভেম্বর ২০২৫, ৯:৩৭ অপরাহ্ন
শেয়ার

জামায়াত বাদে সব ইসলামী দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হেফাজত আমিরের


hefajot

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীকে বাদ দিয়ে দেশের সব ইসলামী দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি বলেছেন, “জামায়াতের ইসলাম আর আমাদের ইসলাম এক নয়। আমরা মদীনার ইসলাম অনুসরণ করি, তারা মওদুদীর ইসলাম মানে।”

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দাওয়াতুল ইহসান আয়োজিত ‘কওমি মাদ্রাসার ইতিহাস, ঐতিহ্য ও অবদান’ শীর্ষক আলোচনা সভা ও জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান হেফাজত আমির।

বাবুনগরী বলেন, “অতীতেও বহুবার ইসলামী ঐক্যের আহ্বান জানিয়েছি। কিন্তু দুঃখজনকভাবে এখনও সেই পরিবেশ তৈরি হয়নি। ইসলাম ও ইসলামের মূলধারা ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো সিদ্ধান্ত যেন কেউ না নেন।”

তিনি আরও বলেন, “বর্তমানে আমরা কঠিন সময়ের মধ্যে আছি। একদিকে ইসলাম ও মুসলিম উম্মাহর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, অন্যদিকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধও নানা আঘাতের মুখে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের চুক্তি স্বাধীনতা ও ধর্মীয় মূল্যবোধের জন্য অশনি সংকেত—এটি জাতীয় স্বার্থের পরিপন্থী।”

জামায়াত প্রতিষ্ঠাতা সাইয়্যেদ আবুল আলা মওদুদীর তীব্র সমালোচনা করে বাবুনগরী বলেন, “মওদুদীর পুরো জীবন কেটেছে সাহাবিদের বিতর্কিত করার কাজে। সাহাবিদের সত্যের মানদণ্ড না মানলে কোরআন ও হাদিসও বিতর্কিত হয়ে যাবে। তাই বিশ্বের শীর্ষ আলেমদের ফতোয়া অনুযায়ী, জামায়াতের ইসলাম মদীনার ইসলামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”

তিনি আরও বলেন, “মওদুদীবাদ কাদিয়ানিবাদের চেয়েও ভয়ংকর ফেতনা। কারণ কাদিয়ানিবাদ ইসলামের বাইরে, যা সহজে চেনা যায়। কিন্তু মওদুদীবাদ ইসলামের ভেতরের ফেতনা—এর ভয়াবহতা সবাই অনুধাবন করতে পারে না।”

দাওয়াতুল ইহসানের সভাপতি আল্লামা আবদুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে পাকিস্তানের আলেম আল্লামা ইলিয়াস গুম্মান, হেফাজত মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী প্রমুখ উপস্থিত ছিলেন। ।