রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৯ নভেম্বর ২০২৫, ৭:০২ অপরাহ্ন
শেয়ার

হাসিনার জুলুমের শিকার সবচেয়ে বেশি হয়েছে বিএনপি: স্নিগ্ধ


BNP-Snigdho

ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে জেলা সভাপতিত্বাধীন এক ছাত্র-জনতা সমাবেশে অংশ নিয়ে শহীদ মীর মুগ্ধ’র ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ অভিযোগ করেছেন, “খুনি হাসিনার গুম-খুন ও জুলুমের শিকার সবচেয়ে বেশি হয়েছে বিএনপি।” তিনি বলেন, বর্তমান শাসনব্যবস্থাকে চিরস্থায়ীভাবে খতম করতে হবে।

রবিবার (৯ নভেম্বর) বিকেল ৪টায় শিবগঞ্জ থানার মীর মুগ্ধ স্কয়ারে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত ওই সমাবেশে মীর স্নিগ্ধ এসব মন্তব্য করেন। সমাবেশে তিনি নেতা ও কর্মীদের উদ্দেশ্যে বলেন, “তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দেশজুড়ে জুলাইযোদ্ধাসহ সব তরুণ-যুবককে একত্রিত করে ফ্যাসিবাদীব্যবস্থা চিরজীবনের জন্য বিলুপ্ত করতে হবে।”

সমাবেশে পৌঁছানোর সময় হাজার হাজার ছাত্র-জনতা মিছিল ও পাঁচশতাধিক মোটরসাইকেল বহর নিয়ে মহাস্থানগড় থেকে মিত্র স্নিগ্ধকে বরণ করে নেয়। অনুষ্ঠানে সভাপতি ছিলেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী মীর শাহে আলম।

বিএনপিতে যোগদানের পর নিজের প্রথম রাজনৈতিক বক্তব্যে মীর স্নিগ্ধ বলেন, “ছোটবেলা থেকে আমি বেগম খালেদা জিয়ার আপসহীনতা লক্ষ্য করে এসেছি; তাঁর আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিএনপিতে যোগ দিয়েছি।” তিনি দাবি করেন, তার ভাই মীর মুগ্ধসহ দুই হাজারের মতো কর্মী-সমর্থককে হত্যা করা হয়েছে এবং তিনি ব্যক্তিগতভাবে ২০ হাজার আহতের কথা উল্লেখ করেন।

ভাইয়ের মৃত্যুর প্রসঙ্গে মীর স্নিগ্ধ বলেন, মীর মুগ্ধকে পুলিশি গুলিতে হত্যা করা হয় এবং মৃত্যুর আগে মীর মুগ্ধের ‘পানি লাগবে পানি’ লেখা ডাকে প্রচুর মানুষের সমর্থন পেয়েছিলো। তিনি আরও দাবি করেন, হত্যার পর ক্ষমতাসী নেতাদের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব এসেছে, কিন্তু তারা আপস করেনি এবং হত্যাকারীদের বিচার হওয়া প্রয়োজন।

সভাপতির বক্তব্যে মীর শাহে আলম বলেন, “বিএনপি জুলাইয়ের সবচেয়ে বড় শক্তি; শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধের যোগদান সেটি আরও প্রমাণ করে।”