রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৭ নভেম্বর ২০২৫, ৬:৪৩ অপরাহ্ন
শেয়ার

‘এক মাসের মধ্যে হাসিনাকে দেশে এনে রায় কার্যকর করতে হবে’


NCP

রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার বিকেলের সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক নাহিদ ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ‘পৃথিবীতে দৃষ্টান্ত’ হিসেবে উল্লেখ করেন। তিনি রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়ে বলেন, আগামী এক মাসের মধ্যে দিল্লি থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অভিযুক্ত নেতাকর্মীদের বিচারও দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, শেখ হাসিনার নেতৃত্বে গত ১৬ বছরে গুম-খুন, মানবাধিকার লঙ্ঘন, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরে অভিযান ও জুলাইয়ের গণহত্যাসহ নানাবিধ অপরাধ সংঘটিত হয়েছে। তিনি বলেন, শহীদ আবু সাঈদসহ জুলাই বিপ্লবে নিহতদের রক্তের হিসাব আজকের রায়ে প্রতিফলিত হয়েছে এবং এটি দেশের বিচারিক ইতিহাসে একটি মাইলফলক।

তিনি আরও বলেন, শুধু রায় ঘোষণা নয়, কার্যকরই হবে শেষ সন্তুষ্টি। শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার দিনই শহীদদের আত্মা শান্তি পাবে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান, দিল্লি সফরে থাকা নিরাপত্তা উপদেষ্টা যেন শেখ হাসিনাকে সঙ্গে করে দেশে ফিরিয়ে আনেন।

প্রশ্নোত্তরে নাহিদ ইসলাম সাবেক আইজিপি আব্দুল্লাহ আল-মামুনের পাঁচ বছরের দণ্ডকে অপর্যাপ্ত বলেন। তার মতে, রাজস্বাক্ষী হলেও মামলায় তার আরও কঠোর শাস্তি প্রাপ্য ছিল।