
ফাইল ছবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনকে ঘিরে কেক কাটা, পোস্টার–ব্যানার লাগানো কিংবা আলোচনা সভাসহ কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব আয়োজন না করার নির্দেশ দিয়েছে দলটি। কেন্দ্রীয়ভাবে জানানো হয়েছে, কেউ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করলে সেই ব্যয় দানমূল্যে দিতে হবে।
সোমবার (১৮ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গত বছরের মতো এবারও আগামী ২০ নভেম্বর তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা বা উৎসবমুখর কোনো আয়োজন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
রিজভী আরও বলেন, “কেক কাটা, পোস্টার–ব্যানার লাগানো, আলোচনা সভাসহ কোনো ধরনের আড়ম্বরপূর্ণ আয়োজন করা যাবে না।” দলীয় নেতা–কর্মীদের এ নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদ এবং সাংগঠনিক সম্পাদক সাইয়েদুল আলম বাবুল উপস্থিত ছিলেন।
১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন তারেক রহমান। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তিনি এবং বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।





























