
ফাইল ছবি
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় দাবি করেছেন, সংকটময় মুহূর্তে ভারত তার মায়ের জীবন বাঁচিয়েছে। এজন্য তিনি মোদী সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ভারতের এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, “ভারত সবসময়ই আমাদের ভালো বন্ধু। সেই সঙ্কটের সময় ভারত মূলত আমার মায়ের জীবন রক্ষা করেছে।” এনডিটিভিও সাক্ষাৎকারটি প্রচার করেছে।
জয় অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা ছিল। তাই মোদী সরকারের দ্রুত পদক্ষেপে তার মায়ের জীবন রক্ষা পেয়েছে বলে তিনি মনে করেন।
গত জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন শান্তিপূর্ণভাবেই শুরু হলেও ছাত্রলীগের হামলা ও আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। আন্দোলন একপর্যায়ে সরকার পতনের দাবিতে রূপ নেয় এবং তীব্র জনরোষের মুখে আওয়ামী লীগ সরকার পতন হয়; শেখ হাসিনা পালিয়ে যান ভারতে।
জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) তদন্ত অনুযায়ী, অভ্যুত্থান চলাকালে এক হাজার চারশ’র বেশি মানুষ নিহত হন, যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর গুলিতে। বহু মানুষ আহত ও পঙ্গু হন; অনেকে দৃষ্টিশক্তি হারান।
ওএইচসিএইচআরের প্রতিবেদনে বলা হয়, এই দমন-পীড়নে শেখ হাসিনা সমন্বয়কের ভূমিকা পালন করেছেন। জুলাইয়ে বিবিসির অনুসন্ধানী রিপোর্টেও ফাঁস হওয়া এক অডিওতে শোনা যায়, প্রাণঘাতী শক্তি ব্যবহারের অনুমতি হাসিনাই দিয়েছিলেন।
এই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। একই দণ্ড হয়েছে তার মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের।
এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে জয় দাবি করেন, বর্তমান সরকার তার মায়ের বিচারে স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করেনি। যদিও রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন বলেছেন, বিচার পুরোপুরি স্বচ্ছ ও চাপমুক্ত ছিল।
































