শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৯ নভেম্বর ২০২৫, ১০:০২ অপরাহ্ন
শেয়ার

সাত বিভাগীয় শহরে সমাবেশের ঘোষণা আট দলের


8-dol

ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবিতে অনড় অবস্থানে রয়েছে যুগপৎ আন্দোলনে থাকা জামায়াত, ইসলামী আন্দোলনসহ সমমনা আট দল। তারা জানিয়েছে, গণভোট, লেভেল প্লেয়িং ফিল্ড ও অন্যান্য দাবিতে যৌথভাবে সাত বিভাগীয় শহরে সমাবেশ করবে ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সমাবেশসূচি ঘোষণা করেন খেলাফত মজলিসের সিনিয়র নায়েব আমির মাওলানা ইউসুফ আশরাফ।

ঘোষিত কর্মসূচি অনুসারে— ৩০ নভেম্বরের সমাবেশ হবে রংপুরে। ১ ডিসেম্বরের সমাবেশ হবে রাজশাহীতে। এই ধারাবাহিকতায় ২ ডিসেম্বর খুলনায়, ৩ ডিসেম্বর বরিশালে, ৪ ডিসেম্বর ময়মনসিংহে, ৫ ডিসেম্বর সিলেটে ও ৬ ডিসেম্বর চট্টগ্রামে সমাবেশগুলো অনুষ্ঠিত হবে। এসব সমাবেশে ৮ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।

মাওলানা ইউসুফ আশরাফ বলেন, তারা এখনও গণভোট আলাদা দিনে আয়োজনের দাবিতে অটল। সেই সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জনমত তৈরির কর্মসূচিও চালিয়ে যাবে আট দল।

তিনি অভিযোগ করেন, মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে আংশিক অগ্রগতি হলেও জুলাই হত্যাকাণ্ডের অন্যান্য অপরাধীদের বিচার, জাতীয় পার্টিসহ ‘স্বৈরাচারের দোসর’ দলগুলোকে নিষিদ্ধ করা এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার বিষয়গুলো এখনও অপূর্ণ।

বৈঠকে থাকা জামায়াতের হামিদুর রহমান আযাদ বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন নিয়ে নির্বাচন কমিশনের কাছ থেকে স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। সরকারেরও এখনো কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই।

তিনি জানান, ৮ দল সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আলোচনা করেছে এবং আরও দলকে সাথে নেওয়ার চেষ্টা চলছে।

গত ১৮ সেপ্টেম্বর থেকে পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলন করে আসছে আট দল। ঢাকায় ও বাইরে এরই মধ্যে ছয় ধাপের কর্মসূচি পালন শেষে এখন সপ্তম ধাপের কর্মসূচি ঘোষণা করল তারা।