
বিএনপি ক্ষমতায় গেলে দেশের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতা চালুর পরিকল্পনা আছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ রোববার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম খতিব পরিষদ আয়োজিত জাতীয় সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ ঘোষণা দেন।
তারেক রহমান অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ইসলামিক স্কলারদের মধ্যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে, যা সামাজিক অস্থিতিশীলতা বাড়াতে পারে। ভিন্নমত থাকলেও তা যেন ফেৎনার জন্ম না দেয়- এ বিষয়ে আলেম-ওলামাদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ইসলাম ও মুসলমানদের স্বার্থবিরোধী যেকোনো তৎপরতার বিরুদ্ধে বিএনপি সবসময় সোচ্চার ছিল। ইমাম-মুয়াজ্জিনদের বাইরে রেখে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি জানান, ক্ষমতায় গেলে তাদের যৌক্তিক দাবি বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে।
জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবার একযোগে এগিয়ে আসা জরুরি। ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে আগামীর নির্বাচনে আলেম-ওলামাদের সমর্থন চান তিনি।





























