
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, কোরআন–সুন্নাহবিরোধী কোনো আইন বাংলাদেশে বহাল থাকবে না। অতীতে এমন কোনো আইন করা হয়ে থাকলে তা বাতিল করা হবে। রোববার রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম খতিব পরিষদ আয়োজিত জাতীয় সম্মেলনে তিনি এ বক্তব্য দেন।
তিনি জানান, রাষ্ট্রের মূলনীতিতে জিয়াউর রহমান যুক্ত করা ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ আওয়ামী লীগ ক্ষমতায় এসে বাদ দিয়েছিল—বিএনপি সেটি পুনর্বহাল করবে।
সম্মেলনে ইমাম–খতিবদের পক্ষ থেকে সাতটি দাবি উত্থাপন করা হয়, যার একটি ছিল উপযুক্ত তদন্ত ও প্রমাণ ছাড়া কোনো আলেমকে গ্রেপ্তার বা হয়রানি না করার নিশ্চয়তা। এ বিষয়ে সালাহউদ্দিন বলেন, পূর্বের সরকার আলেমদের লক্ষ্যবস্তু করে গ্রেপ্তারের ‘নাটক’ করত, কিন্তু দেশের বর্তমান গণতান্ত্রিক পরিবেশে আইনবহির্ভূত কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, বিএনপি মদিনার ইসলামের চেতনায় বিশ্বাসী এবং ধর্মীয় বিভাজন দূর করতে চায়। মসজিদে রাজনৈতিক বিতর্ক এড়াতে ইমাম–খতিবদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।





























