
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফাইল ছবি
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি হাসপাতালে উদ্দেশে রওনা হন। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনীয়তা বিবেচনায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কয়েকটি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
এর আগে সর্বশেষ শুক্রবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাজধানীর সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন খালেদা জিয়া। মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বলে জানিয়েছে তার প্রেস উইং।
গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান সাবেক প্রধানমন্ত্রী। সেখানে ১১৭ দিন চিকিৎসা শেষে তিনি গত ৬ মে দেশে ফেরেন। দেশে ফেরার পর থেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে একাধিকবার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
প্রায় ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। তবে লন্ডন ক্লিনিকে ঝুঁকির কথা চিন্তা করে লিভার প্রতিস্থাপন করেননি চিকিৎসকরা।






























