শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৭ নভেম্বর ২০২৫, ৫:২৬ অপরাহ্ন
শেয়ার

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি’র দোয়া কর্মসূচী


khaleda-zia

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ।। ফাইল ছবি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাতের কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আগামীকাল শুক্রবার (২৮ নভেম্বর) দেশব্যাপী জুম্মার নামাজ শেষে মসজিদে দোয়া কর্মসূচী দেওয়া হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের নিচতলায় বাদ জুমা দোয়া ও মোনাজাতে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা।

এ ছাড়া জেলায় জেলায় স্থানীয় নেতাকর্মীদের দোয়া ও মোনাজাত আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।

পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে স্ব স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করার জন্য অনুরোধ জানিয়েছে বিএনপি।