
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সোশ্যাল মিডিয়া এখন বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে। তাঁর অভিযোগ, এখানে কোনো দায়বদ্ধতা নেই- রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে নৈরাজ্য তৈরি করা হচ্ছে, যা গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করছে।
আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দ্বিবার্ষিক কাউন্সিল ২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ভিন্নমত প্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের অপরিহার্য অংশ হলেও দেশে ভিন্নমতকে শত্রু হিসেবে দেখার প্রবণতা বাড়ছে। নির্বাচন, গণতন্ত্র ও মতপ্রকাশের অধিকার নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বিএনপির ইতিহাস এবং দলটির ৩১ দফায় গণমাধ্যমের স্বাধীনতার প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।
মির্জা ফখরুল সাংবাদিক সংগঠনগুলোকে লেজুড়বৃত্তি না করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, গত ১৫ বছরে পরিকল্পিতভাবে গণমাধ্যমকে দুর্বল করা হয়েছে। সাংবাদিকদের প্রতি তাঁর পরামর্শ- নিজেদের অধিকার, চাকরির নিরাপত্তা ও কর্মপরিবেশ নিয়ে মালিকপক্ষ ও সরকারের সঙ্গে শক্তভাবে কথা বলতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন। বক্তব্য দেন আরও অনেকে, তাঁদের মধ্যে ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জাতীয় প্রেসক্লাব সভাপতি কবি হাসান হাফিজ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।





























