
ফাইল ছবি
গাজীপুর জেলা সদরের জামায়াতে ইসলামীর ওয়ার্ড সেক্রেটারি জিল্লুর রহমানের সদস্যপদ (রুকন) বাতিল করে তাকে সংগঠনের সব ধরনের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।
গাজীপুর সদর উপজেলার পিরোজালী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কামরুজ্জামান মন্ডল জানান, জিল্লুর রহমান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সেক্রেটারির দায়িত্বে ছিলেন। সংগঠনের অভিযোগ অনুযায়ী, তিনি একইসঙ্গে বিএনপির রাজনীতিতেও সক্রিয় ছিলেন এবং ওই দলের সভাপতি পদপ্রত্যাশী ছিলেন। বিষয়টি জানাজানি হলে তাকে একাধিকবার সংশোধনের চেষ্টা করা হলেও সে পথে না ফেরায় বিষয়টি উপজেলা ও জেলা পর্যায়ে জানানো হয়।
পরবর্তীতে কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি পর্যালোচনা করে জিল্লুর রহমানকে রুকন পদসহ জামায়াতের সব ধরনের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।





























