রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৯ নভেম্বর ২০২৫, ৯:২৫ পূর্বাহ্ন
শেয়ার

মায়ের অসুস্থতায় দেশে ফেরার ব্যাপারে যা বললেন তারেক রহমান


tarek-khaleda

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তিনি বর্তমানে এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন রয়েছেন। তার গুরুতর অসুস্থতার সর্বশেষ অবস্থা জানিয়ে দেশে ফেরার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তারেক রহমান লেখেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। তাঁর রোগমুক্তির জন্য দল-মত নির্বিশেষে দেশের সব স্তরের মানুষ আন্তরিকভাবে দোয়া অব্যাহত রেখেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা তাঁর রোগমুক্তির জন্য দোয়ার পাশাপাশি চিকিৎসার সর্বতো সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।’

তিনি আরও বলেন, দেশ-বিদেশের চিকিৎসক দল বরাবরের মতো তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে খালেদা জিয়ার চিকিৎসা করে যাচ্ছে। বন্ধুপ্রতীম একাধিক রাষ্ট্র থেকেও উন্নত চিকিৎসাসহ সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আগ্রহ প্রকাশ করা হয়েছে।

বেগম খালেদা জিয়ার প্রতি দেশের মানুষের দোয়া ও ভালোবাসায় কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান বলেন, ‘সর্বজন শ্রদ্ধেয়া বেগম খালেদা জিয়ার প্রতি সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সঙ্গে তাঁর আশু রোগমুক্তির জন্য সবাইকে দোয়া অব্যাহত রাখার অনুরোধ করছি।’

স্ট্যাটাসে তিনি নিজের মায়ের কাছে যেতে না পারার বেদনার কথাও তুলে ধরেন। তিনি লেখেন, ‘এমন সংকটকালে মায়ের স্নেহস্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা আমারও আছে। কিন্তু অন্যান্য বিষয়ের মতো এ ক্ষেত্রেও আমার একক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ অবারিত নয় এবং পুরো বিষয়টি স্পর্শকাতর। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই আমার স্বদেশ প্রত্যাবর্তনের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হবে—এমন আশা আমাদের পরিবারের।’