
চট্টগ্রামের বাঁশখালীতে ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা–কর্মচারীদের বকেয়া বেতন–ভাতা ও চাকরি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম।
গতকাল শুক্রবার শীলকূপ ইউনিয়নে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভার একটি ভিডিও শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে তিনি ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সমালোচনা করে বলেন, কিছু ব্যাংকার ব্যাংককে কলঙ্কিত করতে ষড়যন্ত্র করছে। চাকরিচ্যুতদের প্রতি সহমর্মিতা দেখিয়ে তিনি জানান, যাঁরা গোপনে বা প্রকাশ্যে অন্যের জীবিকা নষ্ট করেছেন, তাঁদের বিচারের ব্যাপারে আল্লাহই ফয়সালা করবেন।
মতবিনিময় সভায় উপজেলা জামায়াত ও সংশ্লিষ্ট সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ বিষয়ে মন্তব্য জানতে জহিরুল ইসলামের ফোনে একাধিকবার কল ও বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি।





























