
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কৃষিতে অগ্রগতি হলেও এখনো ‘বিপ্লব’ ঘটেনি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অঞ্চলভিত্তিক ফসলের ম্যাপিংয়ের ওপর গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, খাদ্যে আমদানিনির্ভরতা কমানো না গেলে দেশ বৈশ্বিক রাজনীতির ঝুঁকিতে পড়বে।
শনিবার রাজধানীর তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের চার দিনব্যাপি আন্তর্জাতিক সম্মেলনের তৃতীয় দিনে ‘কৃষি ও খাদ্যে রাজনৈতিক অঙ্গীকার’ শীর্ষক সেশনে এসব মন্তব্য করেন তিনি।
আমীর খসরু আরও বলেন, কৃষিতে রাষ্ট্র, বেসরকারি খাত ও এনজিওগুলোর সমন্বিত কাজ জরুরি। কৃষক অনেক সংস্কারের সুফল পান না- এ পরিস্থিতি বদলাতে হবে। কৃষির উৎপাদন ধরে রাখতে প্রক্রিয়াজাতকরণ, বিনিয়োগ ও প্রযুক্তি উন্নয়নের দিকেও গুরুত্ব আরোপ করেন তিনি।
অনুষ্ঠানে প্রাণ–আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী বলেন, দেশের উন্নয়নে কৃষিখাতে বড় ধরনের পরিবর্তন জরুরি। মাছ, মুরগি ও হর্টিকালচারে উৎপাদন বাড়াতে হবে এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা কাজে লাগানো যেতে পারে।





























