
বেগম খালেদা জিয়া।। ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনো তাঁকে কেবিনে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. মোহাম্মদ আল মামুন। তিনি জানান, আগের তুলনায় খালেদা জিয়ার অবস্থা ভালো হলেও ফুসফুসে সংক্রমণ থাকায় বিশেষজ্ঞদের তত্ত্বাবধায়নে চিকিৎসা চলছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে দল।
রোববার রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী। আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের জটিলতাসহ দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যায় ভুগছেন তিনি। সর্বশেষ ১৫ অক্টোবরও তিনি এ হাসপাতালে ভর্তি ছিলেন।
এর আগে গত জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া এবং সেখানকার বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন।
এদিকে, খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ নয়াপল্টনে জিয়া মঞ্চ ও জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।































