
শনিবার (২৯ নভেম্বর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ ব্রিফিং করেন তিনি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর উপযোগী নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হলে বিদেশে নেওয়ার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি আগেই এগিয়ে রাখা হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
মির্জা ফখরুল বলেন, “বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা সংকটাপন্ন। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম তার চিকিৎসা করছেন। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স এবং লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞরাও তার চিকিৎসা কার্যক্রমে যুক্ত রয়েছেন। গতকাল রাতে চিকিৎসকরা দীর্ঘ সময় বোর্ড মিটিং করেছেন এবং তাদের মেডিক্যাল বোর্ড থেকে চিকিৎসার ধরন সম্পর্কে মতামত দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “চিকিৎসকদের মত অনুযায়ী তাকে বিদেশে নেওয়ার প্রয়োজন হতে পারে বলে ইঙ্গিত রয়েছে। তবে তার বর্তমান শারীরিক অবস্থায় বিদেশে নেওয়া সম্ভব নয়। পরিস্থিতি স্থিতিশীল হলে তখন চিকিৎসকরা মূল্যায়ন করে সিদ্ধান্ত নেবেন বিদেশে স্থানান্তর করা যাবে কি না।”
বিএনপি মহাসচিব জানান, বিদেশে নেওয়ার জন্য ভিসা ও গন্তব্য দেশের সঙ্গে যোগাযোগের বিষয়গুলো নিয়ে আগে থেকেই বিস্তর আলোচনা হয়েছে এবং এসব প্রক্রিয়া অনেকটাই এগিয়ে রয়েছে। “যদি দেখা যায় তিনি ফ্লাই করার মতো অবস্থায় আছেন, তাহলে দ্রুত সিদ্ধান্ত নিয়ে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে,” বলেন ফখরুল।
এ সময় তিনি খালেদা জিয়ার অসুস্থতার খবর শুনে হাসপাতালের সামনে ভিড় করা নেতা-কর্মী ও সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, “অনেকেই হাসপাতালে ভিড় করছেন। এতে খালেদা জিয়া সহ অন্যান্য রোগীর চিকিৎসা বিঘ্নিত হচ্ছে এবং ডাক্তাররা বিরক্ত হচ্ছেন। সবাইকে অনুরোধ করছি—এ ধরনের ভিড় না করতে।”
তিনি সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার পাশাপাশি হাসপাতালের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করার অনুরোধ জানান।






























