শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৩ জুলাই ২০২৫, ৬:৪৮ অপরাহ্ন
শেয়ার

নতুন সিনেমায় শাকিব খান


তুফান ২ সিনেমা কোরবানির ঈদে আসছেনা

শাকিব খান

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলে ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান। নাম চূড়ান্ত না হওয়া ছবিটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ। আগামী ঈদুল ফিতরকে সামনে রেখে নির্মিত হবে ছবিটি।

আবু হায়াত মাহমুদ ছোট পর্দার জনপ্রিয় পরিচালক। প্রায় আড়াই শতাধিক নাটক, একাধিক ওটিটি কনটেন্টসহ টিভিসি-ডকুফিল্ম নির্মাণ করেছেন।

গতকাল (২ জুলাই) রাতে রাজধানীর একটি হোটেলে নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান।

জানা যায়, মেজবাহ উদ্দিন সুমনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন।

প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে নির্মাতা আবু হায়াত মাহমুদ জানিয়েছেন, তার ছবিটি হবে অ্যাকশন ফিল্ম, যেটি দর্শককে লার্জার দ্যান লাইফ এক্সপেরিয়েন্স দেবে বিগস্ক্রিনে।