শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বিনোদন ডেস্ক বিনোদন ১৩ অগাস্ট ২০২৫, ৯:১৮ পূর্বাহ্ন
শেয়ার

শাকিবকে টপকে সোশ্যাল মিডিয়ায় শীর্ষে অপূর্ব


shakib-apurbaএকসময় তারকারা ছিলেন ধরাছোঁয়ার বাইরে, ফলে তাদের প্রতি দর্শক ও ভক্তদের আগ্রহ ছিল অনেক বেশি। কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে এখন তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়, যেখানে তারা ভক্তদের সঙ্গে সরাসরি যুক্ত থাকেন। চিঠি ও শুভেচ্ছা কার্ডের যুগ পেরিয়ে এখন ভক্তরা সোশ্যাল মিডিয়াতেই তারকাদের খবর রাখেন, আর তারকারাও কাজের আপডেট থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত শেয়ার করেন।

ফলোয়ারের দিক দিয়ে অভিনেতাদের মধ্যে শীর্ষে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ফেসবুক ও ইনস্টাগ্রামে তার মোট অনুসারীর সংখ্যা ৮৯ লাখ (ফেসবুকে ৭৯ লাখ, ইনস্টাগ্রামে ১০ লাখ)। দ্বিতীয় স্থানে আছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান, যার মোট ফলোয়ার প্রায় ৮০ লাখ (ফেসবুকে ৭৪ লাখ, ইনস্টাগ্রামে ৫ লাখ ৯০ হাজারের বেশি)।

তৃতীয় স্থানে রয়েছেন মুশফিক ফারহান, যাকে অনুসরণ করেন ৭৯ লাখ ভক্ত (ফেসবুকে ৬৭ লাখ, ইনস্টাগ্রামে ১২ লাখ)। এরপর চতুর্থ স্থানে আছেন সিয়াম আহমেদ—তার মোট ফলোয়ার ৭৭ লাখ (ফেসবুকে ৪৪ লাখ, ইনস্টাগ্রামে ৩৪ লাখের বেশি)। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছেন যথাক্রমে নিলয় আলমগীর (৭৩ লাখ), তৌসিফ মাহবুব (৬৫ লাখ) ও জিয়াউল হক পলাশ (৬২ লাখ)।

অষ্টম থেকে দশম স্থানে আছেন মোশাররফ করিম (৫২ লাখ), আফরান নিশো (৪০ লাখ) ও অনন্ত জলিল (২৪ লাখ)।

যদিও অনুসারীর সংখ্যা বেশি মানেই এই নয় যে তারকা হিসেবে তাদের অবস্থান শীর্ষে। অবস্থান নয় বরং ফলোয়ারের বিষয়টি দর্শক-শ্রোতার সঙ্গে সেতুবন্ধ হিসেবেই দেখেন বলে মনে করেন তারকারা।

উল্লেখ্য, দেশের সব তারকার মধ্যে সর্বাধিক ফলোয়ার রয়েছে গায়ক ও অভিনেতা তাহসান রহমান খানের—মোট ১ কোটি ৩৩ লাখ (ফেসবুকে ৯৮ লাখ, ইনস্টাগ্রামে ৩৫ লাখের বেশি)। তবে তিনি অভিনয়ে বর্তমানে অনিয়মিত থাকায় এই তালিকায় তাকে ধরা হয়নি।