
মায়ের সঙ্গে মেহের আফরোজ শাওন
অভিনেত্রী, নির্মাতা ও সঙ্গীতশিল্পী মেহের আফরোজ শাওনের মা সাবেক সংসদ সদস্য বেগম তাহুরা আলী মারা গেছেন (ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বেগম তাহুরা আলীর বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি সিটিজেন কেবলসের পরিচালকও ছিলেন।
আজ বাদ আসর তার প্রথম জানাজা গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর এবং মাগরিবের নামাজের পর তেজগাঁও রাহিম মেটাল সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা। তারপর সেখানকার কবরস্থানে তাকে দাফন করা হবে।



























