শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বিনোদন ডেস্ক বিনোদন ২৪ অক্টোবর ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন
শেয়ার

‘স্কুইড গেম’ অভিনেতার নাম ভাঙিয়ে ৪ কোটি টাকার প্রতারণা


Squid-Game

সংগৃহীত ছবি

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ও ‘স্কুইড গেম’ সিরিজের তারকা লি জং জে-এর নাম ভাঙিয়ে প্রতারণার শিকার হয়েছেন ৫০ বছর বয়সী এক নারী। অনলাইন প্রতারকরা তার কাছ থেকে ৫০ কোটি দক্ষিণ কোরিয়ান ওয়ান (বাংলাদেশি টাকায় প্রায় ৪ কোটি ২৪ লাখ) হাতিয়ে নিয়েছে।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম জে টিবিসি জানায়, সামাজিক মাধ্যমে লি জং জে-এর ভক্ত হিসেবে যোগাযোগের মাধ্যমে প্রতারণা শুরু হয়। ভুয়া অ্যাকাউন্ট থেকে অভিনেতার কৃত্রিম ছবি ব্যবহার করে প্রতারকরা দাবি করে, তারা আসলেই লি জং জে এবং নিয়মিত ভক্তদের সঙ্গে যোগাযোগ করেন।

ধীরে ধীরে প্রতারকরা ওই নারীর আস্থা অর্জন করে। ‘হানি’, ‘ডার্লিং’ ইত্যাদি স্নেহসূচক শব্দ ব্যবহার করে ঘনিষ্ঠতা বাড়ায়। পরে দেখা করার অজুহাতে ৬ মিলিয়ন ওয়ান দাবি করা হয়। ছয় মাসের মধ্যেই একাধিকবার অর্থ হাতিয়ে নেয় প্রতারক চক্রটি।

প্রতিবেদনে আরও বলা হয়, কে-পপ ও কে-ড্রামা ভক্তদের মধ্যে এরকম অনলাইন প্রতারণা এখন ঘন ঘন ঘটছে। পরিচালনা সংস্থাগুলো এসব কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।

তবে লি জং জে-এর পক্ষ থেকে এখনো এই নির্দিষ্ট ঘটনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।

এদিকে লি জং জে শিগগিরই ‘নাইস টু নট মিট ইউ’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। সেখানে তার বিপরীতে থাকছেন ‘দ্য গ্লোরি’ তারকা লিম জি ইয়ন। ‘স্কুইড গেম’-এর মাধ্যমে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাওয়ার পর তিনি হলিউডে পা রাখেন ‘দি অ্যাকোলাইট’ ছবির মাধ্যমে। সম্প্রতি সৌদি আরবের এক অনুষ্ঠানে তাকে ইউটিউবার মিস্টার বিস্ট ও বলিউড অভিনেতা শাহরুখ খান-এর সঙ্গে দেখা গেছে।