শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২৫ অক্টোবর ২০২৫, ১১:০২ অপরাহ্ন
শেয়ার

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিলেন পূর্ণিমা


purnima

প্রথম চলচ্চিত্র ‘এ জীবন তোমার আমার’ মুক্তির মধ্য দিয়ে ঢালিউডে যাত্রা শুরু করেন চিত্রনায়িকা পূর্ণিমা। সেই হিসাবে তাঁর চলচ্চিত্রজীবন প্রায় ২৮ বছরের। এক সময় পর্দায় নিয়মিত থাকলেও সাম্প্রতিক সময়ে অভিনয়ে কিছুটা অনিয়মিত তিনি। বর্তমানে উপস্থাপনা ও রিয়েলিটি শোয়ের বিচারকের দায়িত্বেই তাকে বেশি দেখা যায়। মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর অভিনীত কয়েকটি নতুন চলচ্চিত্রও।

এরই মধ্যে পূর্ণিমার একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে সম্প্রতি ছড়িয়ে পড়ে বিভিন্ন গুঞ্জন। অনেকে দাবি করেন- অভিনেত্রীর তিন বছরের দাম্পত্য জীবনে নাকি ভাঙনের সুর।

তবে শনিবার (২৫ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়ে এসব গুঞ্জনকে ‘নির্জলা গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি। স্ট্যাটাসটিতে স্বামী আশফাকুর রহমানকেও ট্যাগ করেন পূর্ণিমা।

স্ট্যাটাসে পূর্ণিমা জানান, আগের পোস্টে কোনো ব্যক্তিগত সমস্যা বা বৈবাহিক জীবনের ইঙ্গিত ছিল না। বরং জীবনের অভিজ্ঞতা থেকে উপলব্ধি করে সাধারণভাবে মানুষ, সম্পর্ক ও স্বার্থসন্ধানী বন্ধুত্ব নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছিলেন তিনি।

তিনি লিখেছেন, ‘সুদিনে সবার বন্ধুর অভাব হয় না, কিন্তু দুর্দিনে পাশে পাওয়া যায় কয়েকজনকে। আমার আগের লেখাটি নিয়ে কেউ কেউ ভুল ব্যাখ্যা করেছেন। কিছু সংবাদমাধ্যম যাচাই না করে পরিবার নিয়ে চটকদার শিরোনাম বানিয়েছে, যা আমাকে কষ্ট দিয়েছে।’

Purnima

এদিকে অভিনয়ে নিয়মিত না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় পূর্ণিমা। ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা ২.৮ মিলিয়ন।

১৯৯৭ সালে নবম শ্রেণিতে পড়ার সময় সিনেমায় অভিষেক হয় পূর্ণিমার। দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। তাঁর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘চিরঞ্জীব মুজিব’ (২০২১)। নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ এখনও মুক্তির অপেক্ষায় রয়েছে।