
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাল চৌহান অবশেষে ফিরছেন বড় পর্দায়। ‘জান্নাত’ সিনেমায় ইমরান হাশমির বিপরীতে অভিনয় করে যিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন, সেই সোনাল এবার যোগ দিচ্ছেন বহুল আলোচিত প্রজেক্ট ‘মির্জাপুর: দ্য ফিল্ম’-এ।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবরটি শেয়ার করেন সোনাল। তিনি এক্সেল এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে পাওয়া একটি স্বাগতবার্তা ও উপহারের ঝলকও ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। বার্তায় লেখা ছিল, “প্রিয় সোনাল, মির্জাপুর টিমে আপনাকে পেয়ে আমরা উচ্ছ্বসিত। পর্দায় আপনার জাদু দেখার অপেক্ষায় রইলাম।”
পোস্টে সোনাল লিখেছেন, “এখনও বিশ্বাস করতে পারছি না… এমন একটি অসাধারণ ও গেম-চেঞ্জিং যাত্রার অংশ হতে পেরে আমি ভীষণ আনন্দিত। ‘মির্জাপুর: দ্য ফিল্ম’-এর সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। দর্শকদের জন্য আমরা যা আনতে চলেছি, তা দেখার অপেক্ষা আর সইছে না!”
গত বছর ঘোষণা দেওয়া এই ছবিতে ফিরছেন মূল সিরিজের প্রিয় চরিত্রগুলো- কালিন ভাইয়া হিসেবে পঙ্কজ ত্রিপাঠি, গুড্ডু পণ্ডিত চরিত্রে আলি ফজল, মুননা ত্রিপাঠি চরিত্রে দিব্যেন্দু এবং গোলু গুপ্তা হিসেবে শ্বেতা ত্রিপাঠি। যদিও দ্বিতীয় সিজনে মুননার মৃত্যু দেখানো হয়েছিল, নির্মাতারা এবার তার প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছেন।
ছবিটি পরিচালনা করছেন গুরমিত সিং, প্রযোজনা করছেন রিতেশ সিধওয়ানি ও ফারহান আখতার- এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে। এতে আরও অভিনয় করছেন অভিষেক ব্যানার্জি ও জিতেন্দ্র কুমার।
অভিনেত্রী রাসিকা দুগ্গলও ফিরছেন তাঁর আইকনিক চরিত্র বীনা ত্রিপাঠি রূপে। ডিএনএ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রাসিকা বলেন, “এই প্রজেক্টে আবার বীনার চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে আমি দারুণ আনন্দিত। এটা প্রথমবারের মতো কোনো জনপ্রিয় ওয়েব সিরিজকে চলচ্চিত্রে রূপ দেওয়া হচ্ছে। আমি অপেক্ষা করছি আবার সেই চরিত্রে ডুবে যাওয়ার জন্য।”
‘মির্জাপুর: দ্য ফিল্ম’ ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।



























