
অভিনেতা বিজয় দেবরাকোন্ডার সঙ্গে বাগদান এবং সম্পর্কের গুঞ্জন নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে সংবাদের শিরোনামে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। সম্পর্কের বিষয়টি নিয়ে তিনি এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও, সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ সন্তানদের সম্পর্কে অপ্রত্যাশিত মন্তব্য করে ফের আলোচনার জন্ম দিয়েছেন। রাশমিকা জানিয়েছেন, তিনি তার অনাগত সন্তানের জন্য এখনই সুরক্ষিত বোধ করেন এবং প্রয়োজনে তাদের জন্য ‘যুদ্ধে’ যেতেও প্রস্তুত।
‘গুল্টে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ‘দ্য গার্লফ্রেন্ড’ ছবির পরিচালক রাহুল রবীন্দ্রনের মন্তব্যের প্রতিক্রিয়ায় রাশমিকা মান্দানা তার ভবিষ্যৎ সন্তান নিয়ে কথা বলেন। পরিচালক রাহুল মন্তব্য করেছিলেন, সন্তানদের জন্য বেঁচে থাকা কতটা জরুরি।
রাশমিকা বলেন, “আমি এখনও মা হইনি, কিন্তু এখনই অনুভব করি… আমি জানি আমার সন্তান হবে। আর আমি ভালোবাসি যে এটা ঘটতে চলেছে। কিন্তু এই ছোট্ট মানুষগুলোর জন্য, যারা এখনও জন্ম নেয়নি, তাদের জন্য আমি ইতিমধ্যেই তীব্র কিছু অনুভব করি। আমি তাদের জন্য সবকিছু করতে চাই। আমি তাদের সুরক্ষিত রাখতে চাই, নিরাপদ রাখতে চাই। আর যদি আমাকে যুদ্ধে যেতে হয়, তবে তাদের জন্য যুদ্ধে যাওয়ার মতো ফিট থাকতে হবে। আমি এখনই সেই বিষয়ে ভাবছি।”

জীবনে কাজের সময়রেখা সম্পর্কে জানতে চাইলে ‘থাম্মা’ তারকা রাশমিকা জানান, তিনি সবসময় মনে করতেন যে ২০ থেকে ৩০ বছর বয়স হল মন দিয়ে কাজ করার সময়, কারণ সমাজ এই ধারণাই ঢুকিয়ে দিয়েছে। জীবিকা নির্বাহ এবং নিজস্ব অর্থ উপার্জনের জন্য এই সময়টা জরুরি। তিনি আরও বলেন, “আমি জানতাম যে ৩০ থেকে ৪০ বছর বয়সটা সব সময় কাজ এবং জীবনের ভারসাম্যের জন্য থাকবে, এবং আমাকে নিশ্চিত করতে হবে যে তা যেন হয়। আর ৪০ বছরের পরের বিষয়ে আমি এখনও অতটা ভাবিনি।”
গত কয়েক সপ্তাহ ধরে একাধিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে রাশমিকা মান্দানা এবং বিজয় দেবেরাকোন্ডা একটি গোপন অনুষ্ঠানে বাগদান সেরে ফেলেছেন। গুঞ্জন রয়েছে, এই জুটি আগামী বছর ফেব্রুয়ারি মাসে ঘরোয়া পরিসরে বিয়ের পরিকল্পনা করছেন। যদিও অভিনেত্রী বা অভিনেতার পক্ষ থেকে এই বিষয়ে কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি।
সূত্র: ডিএনএ ইন্ডিয়া



























