
স্কুল অব কমেডি
দেশের স্ট্যান্ড-আপ কমেডি চর্চাকে এগিয়ে নিতে গড়ে ওঠা উদ্যোগ ‘স্কুল অব কমেডি’র পরবর্তী শো হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ব্যাকবেঞ্চার্স কমিউনিকেশনস আয়োজিত এই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের নাটমণ্ডল মিলনায়তনে হবে এই বিশেষ আয়োজন।
শোতে ‘হেডমাস্টার’-এর ভূমিকায় থাকবেন জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান আবু হেনা রনি। টানা এক ঘণ্টার একক পরিবেশনায় তিনি তুলে ধরবেন হাস্যরস, ব্যঙ্গ ও জীবনের নানা বাস্তব অনুষঙ্গ। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৭টায়।
আয়োজকদের মতে, ‘স্কুল অব কমেডি’র লক্ষ্য শুধু বিনোদন নয়; বরং হিউমারকে শেখার উপযোগী করে তোলা, তরুণ শিল্পীদের জন্য একটি নিয়মিত অনুশীলন প্ল্যাটফর্ম তৈরি করা এবং বাংলাদেশে স্ট্যান্ড-আপ কমেডি সংস্কৃতিকে নতুনভাবে প্রতিষ্ঠা করা।
আয়োজন নিয়ে আবু হেনা রনি বলেন, ‘নাটমণ্ডল মিলনায়তনে শো আয়োজনের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়-পরিসরের তরুণ শিল্পী ও দর্শকদের আরও কাছে পৌঁছাতে চাই। কমেডির মধ্য দিয়ে ইতিবাচকতা, পর্যবেক্ষণশক্তি ও সামাজিক সংবেদনশীলতা—সবই শেখা সম্ভব।’
উদ্যোগটির উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবহৃত স্লোগান ‘এখানে উচিত শিক্ষা দেওয়া হয়’ ইতোমধ্যে দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। রনি ও তার দলের মতে, হাসতে হাসতে পাওয়া শিক্ষাই মানুষের মনে সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে।
মানবিক উদ্যোগ হিসেবে, এই বিশেষ অনুষ্ঠানের পুরো আয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক আহত শিক্ষার্থীর চিকিৎসার জন্য ব্যয় করা হবে। এ উদ্দেশ্যে শোয়ের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ ও ৩০০ টাকা।



























