
প্রেমিক জিম কার্টিসের সঙ্গে জেনিফার অ্যানিস্টন।
হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত তারকাদের একজন জেনিফার অ্যানিস্টন আবারও প্রেমে পড়েছেন- এমন গুঞ্জন কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল। এবার সেই গুঞ্জনকে সত্যি করে নিজেই প্রেমিককে সামনে আনলেন তিনি।
রোববার (জিম কার্টিসের জন্মদিনে) ইনস্টাগ্রামে প্রেমিকের সঙ্গে সাদা–কালো একটি ছবি পোস্ট করেন অ্যানিস্টন। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমার ভালোবাসা।’ ছবিতে দুজনকে আলিঙ্গনে আবদ্ধ দেখা যায়।
জানা গেছে, অ্যানিস্টনের নতুন সঙ্গীর নাম জিম কার্টিস। পেশায় মানসিক স্বাস্থ্যবিশেষজ্ঞ। সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় এই বিশেষজ্ঞের অনুসারী সাড়ে ৬ লাখের বেশি। মানসিক স্বাস্থ্যবিষয়ক নিয়মিত কনটেন্ট তৈরি করেন তিনি।
এর আগেও বিভিন্ন আয়োজনে দুজনকে একসঙ্গে দেখা গেছে। বিশেষ করে গত সেপ্টেম্বরে ‘দ্য মর্নিং শো’–এর প্রিমিয়ার অনুষ্ঠানে কার্টিসের উপস্থিতির পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ায়। যদিও দুজনের কেউই বিষয়টি নিয়ে সরাসরি মুখ খোলেননি।
নব্বইয়ের দশকের জনপ্রিয় সিটকম ‘ফ্রেন্ডস’ দিয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসেন জেনিফার অ্যানিস্টন। এরপর ‘ব্রুস অলমাইটি’, ‘মারলি অ্যান্ড মি’, ‘হরিবল বসেস’ -সহ বহু হিট সিনেমায় অভিনয় করেছেন তিনি। তাঁর সম্পদের পরিমাণ আনুমানিক ৩২০ মিলিয়ন ডলার।

ব্যক্তিগত জীবনে ব্র্যাড পিটের সঙ্গে পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন অ্যানিস্টন ২০০৫ সালে। পরে অভিনেতা জাস্টিন থেরক্সকে ২০১৫ সালে লস অ্যাঞ্জেলেসে বিয়ে করেছিলেন তিনি; চার বছর প্রেমের পর হলেও সেই সম্পর্কও ২০১৮ সালে বিচ্ছেদে গড়ায়।
বিচ্ছেদের ছয় বছর পর নতুন প্রেমিককে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে সামনে আনলেন অ্যানিস্টন। ইতোমধ্যে তাঁদের জুটিকে অভিনন্দন জানিয়েছেন লেসলি ম্যান, মিরান্ডা কের, জেনা ডিউয়ানসহ অনেক তারকা। কমেডিয়ান অ্যামি শুমার মন্তব্য করেছেন, ‘দারুণ জুটি।’



























