
‘লোকাহ চ্যাপটার ১: চন্দ্র’-এর পর আবারও বক্স অফিসে ঝড় তুলেছে মালয়ালম চলচ্চিত্র। চলতি বছরের বহুল প্রতীক্ষিত মনস্তাত্ত্বিক হরর থ্রিলার ‘ডায়েস ইরায়ে’ মুক্তির এক সপ্তাহের মাথায়ই বিশ্বব্যাপী আয় ছাড়িয়েছে ৫০ কোটি রুপি।
৩১ অক্টোবর প্রেক্ষাগৃহে আসে রাহুল সদাশিবন পরিচালিত এ সিনেমা। মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকের প্রশংসায় ভাসছে ছবিটি। ছবির সাফল্যে আলোচনার কেন্দ্রে রয়েছেন নায়ক প্রণব মোহনলাল- যিনি শুধু সুপারস্টার মোহনলালের পুত্রই নন, বরং নিজের অভিনয়গুণে দ্রুতই প্রতিষ্ঠিত হয়ে উঠছেন মালয়ালম ইন্ডাস্ট্রির নতুন তারকা হিসেবে।
প্রযোজনা সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (পূর্বে টুইটার) ছবির বাণিজ্যিক সাফল্যের খবর জানিয়ে লিখেছে, “আমাদের ছবিটি বৈশ্বিক আয় ৫০ কোটি রুপি ছাড়াল।”
ছবিতে প্রণব অভিনয় করেছেন রোহান নামের এক তরুণ স্থপতির চরিত্রে। নিজের বাড়িতে অদৃশ্য এক অতিপ্রাকৃত উপস্থিতি টের পেয়ে রোহান যখন রহস্য উন্মোচনে নামেন, তখন তার জীবনের অতীত ও বর্তমান জুড়ে ভেসে ওঠে ভয়াবহ সব সত্য।
এ ছবির মধ্য দিয়ে টানা তিনটি সিনেমায় ৫০ কোটির মাইলফলক ছোঁয়া মালয়ালমের দ্বিতীয় অভিনেতা হিসেবে ইতিহাস গড়লেন প্রণব। এর আগে ‘হৃদয়ম’ ও ‘বর্ষঙ্গলক্কু শেশম’ ছবিও বাণিজ্যিকভাবে বিপুল সাফল্য পেয়েছিল। এই রেকর্ডে প্রথম ছিলেন তার বাবা অভিনেতা মোহনলাল- ‘হৃদয়পুরভম’, ‘এমপুরান’ ও ‘থুদারুম’ ছবির সাফল্যে যিনি একই কৃতিত্ব অর্জন করেছিলেন।
ভৌতিক আবহ, দৃঢ় চিত্রনাট্য এবং প্রণবের তীব্র অভিনয় ‘ডায়েস ইরায়ে’কে দর্শকদের কাছে দ্রুত জনপ্রিয় করে তুলেছে। ছবিতে আরও অভিনয় করেছেন জয়া কুরূপ ও জিবিন গোপীনাথ।
সিূত্র: হিন্দুস্তান টাইমস



























