শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৮ নভেম্বর ২০২৫, ৭:৫৫ অপরাহ্ন
শেয়ার

ভারত নিয়ে পশ্চিমাদের পুরোনো ধারণায় বিরক্ত দীপিকা


Deepika Padukone

বলিউডের সীমানা পেরিয়ে হলিউডেও নিজের অবস্থান তৈরি করেছেন দীপিকা পাড়ুকোন। তবে সেখানকার অভিজ্ঞতা সবসময় সুখকর ছিল না বলে জানিয়েছেন এই আন্তর্জাতিক তারকা। সিএনবিসি টিভি১৮ -এর এক অনুষ্ঠানে তিনি জানান, পশ্চিমা বিশ্বে এখনও ভারত সম্পর্কে প্রচলিত অনেক পুরোনো ও ভ্রান্ত ধারণা বিরাজমান।

অনুষ্ঠানে যখন তাকে ভারতকে বিশ্বে তুলে ধরার প্রচেষ্টা সম্পর্কে প্রশ্ন করা হয়, দীপিকা বলেন, “ভারতকে বিশ্বের কাছে নিয়ে যাওয়ার বিষয়ে আমি খুব স্পষ্ট। কিন্তু পশ্চিমে কাজ করার সময় যা আমাকে সবচেয়ে বিরক্ত করেছে তা হলো- তারা এখনো মনে করে ভারতীয় শিল্পীদের উচ্চারণ ও গায়ের রং একধরনের স্টেরিওটাইপের মধ্যে পড়ে।” তিনি বলেন, “ভারত অনেক এগিয়েছে, অথচ তাদের দৃষ্টিভঙ্গি এখনো আগের জায়গায় রয়ে গেছে।”

দীপিকা জানান, তার গায়ের রং ও উচ্চারণ নিয়েই সবচেয়ে বেশি কৌতূহলী ছিলেন হলিউডের অনেকে। “ওদের কাছে এটিই যেন সবচেয়ে বড় খুঁজে পাওয়ার বিষয়,” মন্তব্য দীপিকার।

২০১৭ সালে ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে হলিউডে পথচলা শুরু হয় তাঁর। তবে নিজের পরিচয় বিসর্জন দিয়ে জনপ্রিয় হওয়া তাঁর লক্ষ্য ছিল না বলে জানান দীপিকা। “আমি জানতাম, নিজের বিশ্বাসের বিরুদ্ধে গিয়ে কিছু করব না। তাই হয়তো সময় বেশি লেগেছে, কিন্তু আমি আমার নিয়মেই এগিয়েছি,” বলেন তিনি।

২০২০ সাল থেকে দীপিকা যুক্ত হয়েছেন বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড লুই ভ্যুটনের সঙ্গে। চলতি বছরের সেপ্টেম্বরে গ্লোবাল আইকন হিসেবে লুই ভ্যুটন (এলভিএএইচ প্রাইজ ২০২৫)-এর জুরি সদস্য নির্বাচিত হন তিনি- প্রথম কোনো ভারতীয় নারী হিসেবে এই সম্মান। এছাড়া কান চলচ্চিত্র উৎসবে ব্র্যান্ডটির মোট মিডিয়া ইমপ্যাক্ট ভ্যালুর ২৫ শতাংশের বেশি এসেছে দীপিকার উপস্থিতি থেকে, যা আন্তর্জাতিক অঙ্গনে তাঁর প্রভাবেরই প্রমাণ।

“সানসেট বুলেভার্ডে একজন ‘ব্রাউন নারী’র ছবি বিশাল বিলবোর্ডে দেখানো- এটা শুধু আমার নয়, প্রতিটি ভারতীয় নারীর জন্যই গর্বের,” বলেন দীপিকা পাড়ুকোন।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস