
চলতি বছরের জুলাইয়ে মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে মোহিত সুরির বহুল আলোচিত ছবি ‘সাইয়ারা’।
এখন পর্যন্ত ৫৭৯ কোটি রুপির ব্যবসা করে এটি ২০২৫ সালের তৃতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে। দেশ-বিদেশের বাজার মাতানোর পর এবার মিলল আন্তর্জাতিক স্বীকৃতি।
সম্প্রতি ইয়েলোস্টোন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘পপুলার চয়েজ’ পুরস্কার পেয়েছে ছবিটি। যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী অক্ষয় বিধানি ও নির্মাতা মোহিত সুরি।
পুরস্কার হাতে নিয়ে অক্ষয় বিধানি বলেন, ‘ধন্যবাদ ইয়েলোস্টোন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে—এটি “সাইয়ারা”-র প্রথম পুরস্কার, তাই আমাদের জন্য মুহূর্তটি খুবই বিশেষ।’ ক্যারিয়ারের দুই দশক পূর্তিতে পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন পরিচালক মোহিত সুরিও। তাঁর ভাষায়, ‘এটি নিঃসন্দেহে আমার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ এক সংযোজন।’
নবাগত দুই শিল্পী আহান পান্ডে ও অনীত পাড্ডা অভিনীত ছবিটির গল্প আবর্তিত হয়েছে বাণী ও কৃষকে কেন্দ্র করে। সম্পর্ক ভাঙনের পর বাণীর নতুন করে উঠে দাঁড়ানোর সংগ্রাম, আর অন্যদিকে ক্ষোভে-জ্বলে থাকা উঠতি গায়ক কৃষের স্বপ্নপথ—এই দ্বন্দ্ব-নির্ভর দুই জীবনের ধাক্কা-ধাক্কিতেই গড়ে ওঠে সিনেমার কাহিনি।
এক পত্রিকায় চাকরি শুরুর প্রথম দিনই বাণীর মুখোমুখি হয় বদমেজাজি কৃষ কাপুরের। স্বজনপ্রীতির কারণে প্রতিভা প্রকাশের সুযোগ না পাওয়ায় ক্ষিপ্ত কৃষ নিজের ব্যান্ড সদস্যদের সঙ্গেও বিবাদে জড়ায়। ভাগ্যের ফেরে বাণী ও কৃষ আবারও কাছাকাছি আসে, যদিও শুরুতে তা কেবল প্রয়োজনের তাগিদেই। কিন্তু ধীরে ধীরে সম্পর্ক ঘনীভূত হতে থাকলে এক কঠিন সত্য এসে তাদের জীবন ও গল্পকে নতুন মোড় দেয়।
শেষ পর্যন্ত কী হয়—তা জানতে হলে দেখতে হবে ‘সাইয়ারা’। এই ছবিতেই রাতারাতি পরিচিতি পেয়েছেন আহান পান্ডে ও অনীত পাড্ডা।
সূত্র: ইন্ডিয়াডটকম



























