শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বিনোদন ডেস্ক বিনোদন ১৭ নভেম্বর ২০২৫, ৯:০৫ অপরাহ্ন
শেয়ার

‘বজরঙ্গি ভাইজান’–এর সেই মুন্নি ফিরছেন নতুন রূপে


munni

‘বজরঙ্গি ভাইজান’ সিনেমায় সালমান খান ও হর্ষালি

তাঁর নাম হর্ষালি মালহোত্রা হলেও সবাই তাঁকে ‘মুন্নি’ নামেই চেনে। ২০১৫ সালে কবীর খান পরিচালিত ‘বজরঙ্গি ভাইজান’-এ এই নামের চরিত্রে অভিনয় করেন তিনি। সালমান খানের সঙ্গে সিনেমায় কাজ করার পরই ছোট্ট মুন্নি ব্যাপক পরিচিতি পান। তবে পরবর্তীতে পড়াশোনার ব্যস্ততায় হর্ষালিকে আর বড় পর্দায় দেখা যায়নি। এক দশকের বিরতির পর অবশেষে তিনি আবার অভিনয়ে ফিরছেন।

‘বজরঙ্গি ভাইজান’-এ অভিনয় করার সময় হর্ষালির বয়স মাত্র সাত বছর ছিল। এরপর এক দশক পার হলেও তাঁকে বড় পর্দায় দেখা যায়নি। এই দীর্ঘ সময় দর্শকরা তাঁকে মিস করেছেন। এবার সেই অপেক্ষার অবসান হয়েছে। হর্ষালি যুক্ত হয়েছেন বহুল প্রতীক্ষিত তেলেগু ছবি ‘অখণ্ড ২: থান্ডবম’-এ। বয়াপাটি শ্রীনুর পরিচালনায় এই ছবিতে তিনি নন্দামুরি বালাকৃষ্ণের সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করছেন। এই ছবিই হর্ষালির তেলেগু ইন্ডাস্ট্রিতে অভিষেকের সুযোগ এনে দিয়েছে।

ফিরে আসার ঘোষণা দিতে গিয়ে হর্ষালি ইনস্টাগ্রামে লিখেছেন, “মুন্নি শুধু একটি চরিত্র ছিল না, এটি ছিল এক অনুভূতি, এক স্মৃতি, এক হৃৎস্পন্দন। তোমাদের যে ভালোবাসা পেয়েছি, তা নীরবে বহন করেছি। তোমরা যখন আমাকে ভুলে যাওনি, আমিও প্রস্তুতি নিয়েছি—শেখার, বেড়ে ওঠার, নতুনভাবে ফিরে আসার।” এই পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

ছবির প্রথম গান ‘দ্য থান্ডবম’ মুম্বাইয়ের জমকালো অনুষ্ঠানে মুক্তি পায়। নন্দামুরি বালাকৃষ্ণের সঙ্গে আত্মবিশ্বাসী ভঙ্গিতে দাঁড়ানো হর্ষালির ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভক্তরা তাকে প্রশংসা করেছেন এবং অনেকেই শুভকামনা জানিয়েছেন।

২০২১ সালের ব্লকবাস্টার তেলেগু সিনেমা ‘অখণ্ড’-এর সিকুয়েল এই ছবি। অ্যাকশন ও আধ্যাত্মিকতার সমন্বয়ে তৈরি সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছিল। দ্বিতীয় পর্ব ‘অখণ্ড ২’-এর নির্মাতারা আশা করছেন, নতুন ছবিটিও একই সাফল্য অর্জন করবে। ২০০ কোটি রুপি বাজেটে তৈরি এই ছবি আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাবে।