শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বিনোদন ডেস্ক বিনোদন ১৭ নভেম্বর ২০২৫, ১০:৩১ অপরাহ্ন
শেয়ার

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন অভিনেতা হাসান মাসুদ


hasan-masud

অভিনেতা হাসান মাসুদ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ। দীর্ঘ ২০ দিনের চিকিৎসার পর গত শনিবার (১৫ নভেম্বর) তিনি বাসায় ফিরেছেন। হাসান মাসুদ নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (১৭ নভেম্বর) রাতে তিনি সাংবাদিকদের বলেন, “আলহামদুলিল্লাহ, এখন আমি অনেক ভালো আছি। শারীরিক অবস্থার উন্নতির কারণে গত শনিবার বাসায় ফিরতে পেরেছি। বর্তমানে চলাফেরায় কোনও সমস্যা হচ্ছে না। আগামীকাল আমার ছেলের চাকরির পরীক্ষা রয়েছে, সবাই দোয়া করবেন।”

গত ২৮ অক্টোবর রাতে প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি নিয়ে ঢাকার মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন হাসান মাসুদ। পরে তাকে স্থানান্তর করা হয় সম্মিলিত সামরিক হাসপাতালে। চিকিৎসকরা তখন জানান, তিনি ইস্কেমিক স্ট্রোকসহ সামান্য হার্ট অ্যাটাকও করেছিলেন।

হাসান মাসুদ আগে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং সাংবাদিক হিসেবেও কাজ করেছেন। বিনোদন অঙ্গনে তার পথচলা শুরু হয় ‘ব্যাচেলর’ সিনেমা দিয়ে। পরে তিনি ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমায় অভিনয় করেন এবং একই সময়ে টেলিভিশন নাটকেও কাজ শুরু করেন।

অভিনয়ের পাশাপাশি তার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে ‘হাউসফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘এফডিসি’, ‘বউ’, ‘খুনসুটি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘আমাদের সংসার’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’, ‘বাতাসের ঘর’ ও ‘প্রভাতী সবুজ সংঘ’। তবে পরে তিনি হঠাৎ অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন।

টেলিভিশন নাটক ও চলচ্চিত্রের পরিচিত মুখ হাসান মাসুদ একসময় ধারাবাহিকভাবে জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। সম্প্রতি তিনি আবার ক্যামেরার সামনে ফিরেছেন ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’-এর মাধ্যমে। তবে অসুস্থতার কারণে বর্তমানে শুটিং সাময়িকভাবে বন্ধ রয়েছে।