
ছবি: সংগৃহীত
দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে সুখবরটি নিজেই দিলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের স্ফীতোদরের (বেবি বাম্প) ছবি শেয়ার করে এ খবর জানান অনিল কন্যা।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করেন সোনম। গোলাপি রঙের স্কার্ট ও টপে সজ্জিত অভিনেত্রী ছবিগুলোতে দুহাতে আগলে রেখেছেন তার বেবি বাম্প। ক্যাপশনেও খুব সংক্ষেপে নিজের মাতৃত্বের অনুভূতি জানিয়ে লিখেছেন, “মা।”
স্ত্রীর এই খুশির খবর আড়াল রাখেননি স্বামী আনন্দ আহুজাও। সোনমের ছবিতে খুনসুটিভরা মন্তব্য করে তিনি লিখেছেন, “এবার দ্বিগুণ ঝামেলা!” এরপরই আবার ভালোবাসায় বলেন, “তুমি একজন সুন্দরী মা।”
সোনম–আনন্দ দম্পতির প্রথম সন্তান বায়ুর বয়স এখন তিন বছর। ২০২২ সালের আগস্টে তাদের প্রথম সন্তানের জন্ম হয়। তখনই তারা জানিয়েছিলেন, সন্তান আগমনে তাদের জীবন নতুন মোড় নিয়েছে। প্রথম সন্তানের জন্মের পর থেকেই অভিনয়জগৎ থেকে কিছুটা দূরে ছিলেন সোনম, মাতৃত্ব উপভোগ করতেই এই বিরতি নেন তিনি।
২০১৮ সালের ৮ মে মুম্বাইয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনম কাপুর ও আনন্দ আহুজা। এরপর ২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ দিয়ে বলিউডে অভিষেক করা এই অভিনেত্রী ‘দিল্লি-৬’, ‘আইশা’, ‘রানঝানা’, ‘খুবসুরত’, ‘বীরে দি ওয়েডিং’সহ বেশ কয়েকটি জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। সর্বশেষ ক্রাইম-থ্রিলার ‘ব্লাইন্ড’ সিনেমায় দেখা যায় তাকে।
নতুন মাতৃত্বের খবর প্রকাশের পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন এই বলিউড তারকা।




























