শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২২ নভেম্বর ২০২৫, ৮:০২ অপরাহ্ন
শেয়ার

আমি প্রতারণার শিকার: পপি


Poppy

চিত্রনায়িকা পপি সাম্প্রতিক বছরগুলোতে বিয়ে, সন্তান, অন্তর্ধান, পারিবারিক বিরোধ ও সম্পত্তি–সংক্রান্ত অভিযোগসহ নানা কারণে আলোচনায় ছিলেন। এবার তিনি জানালেন কেন বিয়ের পরও শান্তিতে সংসার করতে পারছেন না।

পপির অভিযোগ, তার চাচাতো বোনের স্বামী তারেক একসময় তাদের বাড়িতে লজিং থাকতেন। পরে তিনি ওই চাচাতো বোনকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেন এবং এরপর পপির সম্পত্তি দখলে নেন। পপি দাবি করেন, তারেক একজন দুর্নীতিবাজ এবং নানা ক্ষমতাধর ব্যক্তির সঙ্গে যোগসাজশ করে অবৈধভাবে বিপুল সম্পদের মালিক হয়েছেন।

তিনি জানান, তার প্রতারণার শুরু পরিবার থেকেই। চলচ্চিত্রে অর্জিত অর্থ মা–বাবার উৎসাহে খুলনায় জমিতে বিনিয়োগ করেছিলেন তিনি। এখন সেই জমিও ফেরত পাচ্ছেন না। আত্মীয়–স্বজনদের প্রতারণার অভিযোগও তুলেছেন পপি। তার ভাষায়, বহু আত্মীয়কে সহায়তা করলেও আজ তারা তার বিপক্ষে দাঁড়িয়েছেন।

পপি জানান, ঢাকায় তার নিজস্ব কোনো ফ্ল্যাট বা জমি নেই। খুলনার যেসব সম্পদ তার জীবনের সঞ্চয়, সেগুলোও এখন অন্যরা ভোগ করছেন।

তিনি বলেন, সন্তানের সঙ্গে থানায়–আদালতে দৌড়ঝাঁপ করতে হচ্ছে। প্রতারণার শিকার হয়ে কোথায় গেলে সহায়তা পাবেন, তা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন।