শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বিনোদন ডেস্ক বিনোদন ২২ নভেম্বর ২০২৫, ৮:২৭ অপরাহ্ন
শেয়ার

বিয়ে করলেন অভিনেত্রী মম


momo

ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মাইমুনা ফেরদৌস মম বিয়ে করেছেন। গতকাল শুক্রবার (২১ নভেম্বর) চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক রাফায়েল আহসানের সঙ্গে তিনি গাঁটছড়া বাঁধেন।

ঢাকার ধানমণ্ডির একটি রেস্টুরেন্টে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে আনন্দময় পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

মাইমুনা মম এবং রাফায়েল আহসানের পরিচয় দেড় বছর আগে থেকে। এই সময় তারা একে অপরকে ভালোভাবে চিনেছেন, ঘুরে বেড়িয়েছেন এবং সম্পর্ককে মজবুত করার চেষ্টা করেছেন। প্রেমের সম্পর্ক শুরুর মাত্র দেড় মাসের মধ্যে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন। পরে পরিবারের সবাইকে জানিয়ে পারিবারিকভাবে বিয়ের আয়োজন সম্পন্ন করা হয়।

মাইমুনা মম বিয়ের পর বলেন, ‘রাফায়েলের সততা আমাকে মুগ্ধ করেছে। সে কথাবার্তায় কোনো রাখঢাক রাখে না, খুবই স্ট্রেট ফরোয়ার্ড। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো, শেষ মুহূর্তে পরিকল্পনা বদল হলেও নতুনভাবে সব ঠিক করে ফেলতে পারা।’

নতুন জীবনে কে বেশি রোমান্টিক? এমন প্রশ্নে মমর কণ্ঠে মুগ্ধতা। বললেন, ‘বিয়ের পর থেকে যা দেখছি, মনে হচ্ছে ওই (রাফায়েল) বেশি রোমান্টিক।’

আপাতত হানিমুনের কোনো পরিকল্পনা নেই এই নবদম্পতির। হাতে জমে আছে একগুচ্ছ নাটকের কাজ। পেশাদারিত্বের জায়গা থেকে মম জানালেন, আগে কাজ, তারপর ছুটি। তিনি বলেন, ‘হাতে অনেক কাজ। এগুলো শেষ করেই আমরা হানিমুনের প্ল্যান করব।’

২০২১ সাল থেকে নিয়মিত অভিনয় শুরু করলেও তার আগে মম ছয় বছর ধরে রেডিওতে ‘কথাবন্ধু’ হিসেবে কাজ করেছেন। তার প্রথম অভিনীত চলচ্চিত্র হলো শবনম ফেরদৌসী পরিচালিত ‘আজব কারখানা’, যেখানে ভারতের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় তার সহশিল্পী ছিলেন। মুক্তির দিক থেকে তার প্রথম সিনেমা ‘কাগজ’ (জুলফিকার জাহেদির পরিচালনায়)। বর্তমানে মম দেশের দুটি টেলিভিশন চ্যানেলে তিনটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন।

অন্যদিকে, রাফায়েল আহসান ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নয়ছয়’ নির্মাণ করেছেন এবং কয়েক বছর ধরে ‘ইন্টার্নশিপ’, ‘পেট কাটা ষ’, ‘দৌড়’, ‘আগস্ট ১৪’ প্রযোজনাসহ বিভিন্ন সিনেমার প্রযোজনার সঙ্গে যুক্ত আছেন।