শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
এন্টারটেইনমেন্ট ডেস্ক বিনোদন ২৮ নভেম্বর ২০২৫, ৯:২৮ অপরাহ্ন
শেয়ার

‘একটা চাদর হবে’ খ্যাত গায়ক জেনস সুমন মারা গেছেন


Janes Sumon

শুক্রবার বিকেল ৪টার দিকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়

এক সময় তুমুল জনপ্রিয়তা পাওয়া গান ‘একটা চাদর হবে’র শিল্পী জেনস সুমন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। শুক্রবার বিকেল ৪টার দিকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

জেনস সুমনের ঘনিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর থেকে বুকে তীব্র ব্যথা অনুভব করছিলেন সুমন। দ্রুত তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি।

জেনস সুমনের আসল নাম গালিব আহসান মেহেদি। ২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে তার গাওয়া ‘একটা চাদর হবে’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। দীর্ঘ ক্যারিয়ারে প্রায় ৩০০ গান গেয়েছেন এ শিল্পী।

১৯৯৭ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’। এরপর ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোর আয়’, ‘চেরী’সহ একাধিক গান শ্রোতাদের মাঝে প্রশংসা কুড়ায়।

মাঝে কিছু বছরের বিরতি শেষে ২০২৪ সালে প্রকাশ পায় তাঁর গান ‘আসমান জমিন’।