খাগড়াছড়িতে ধারণ করা ‘ইত্যাদি’ প্রচার হবে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে।
‘ইত্যাদি’র এবারের পর্বে রয়েছে শিক্ষানুরাগের এক জীবন্ত প্রতীক রিকশাচালক মো. জাকের হোসেনের ওপর একটি শিক্ষণীয় প্রতিবেদন। এছাড়া প্রায় ৩০ বছর ধরে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের বিস্তীর্ণ জায়গা যিনি সবুজ করে তুলেছেন চিরসবুজ বকুল ফুলের গাছে আর সুরভিত করেছেন বকুল ফুলের সুঘ্রাণে, সেই ভূমিহীন দিনমজুর সিদ্দিক গাজীর ওপর রয়েছে একটি মানবিক প্রতিবেদন। একজন সরকারি কর্মচারী মাগুরার এবিএম নজরুল ইসলামের কর্মনিষ্ঠার ওপর রয়েছে একটি উদ্বুদ্ধকরণ প্রতিবেদন। যিনি তার দীর্ঘ কর্মজীবনে কোনো অজুহাতেই কখনো কোনো নিয়ম ভঙ্গ করেননি। এছাড়া পাহাড়ি-কন্যা রাঙ্গামাটি জেলার সাজেক ভ্যালির ওপর রয়েছে একটি চমৎকার তথ্যভিত্তিক প্রতিবেদন।



























