রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১০ মে ২০১৫, ৭:৩৯ অপরাহ্ন
শেয়ার

বেঁচে গেলেন আমির খানও


amir-khanসালমানের পর এ যাত্রায় বেঁচে গেলেন আমির খানও। দীর্ঘদিন ধরে চলা হরিণ শাবক হত্যা মামলায় সম্প্রতি তাকে রেহাই দিল গুজরাট আদালত।

লগন সিনেমায় শুটিংয়ের সময় তার বিরুদ্ধে বেআইনীভাবে হরিণ শিকারের অভিযোগ আনা হয়। এতে আমিরসহ আরও ৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

ভারতের একটি সংবাদ মাধ্যম জানায়, ২০০১ সালে তৈরি লগন সিনেমায় একটি কৃষ্ণসার মারার দৃশ্য কুচ অভয়ারণ্যে বাস্তবে করা হয়েছিল বলে আদালতে অভিযোগ দায়ের হয়।

অভিযোগ করা হয়েছিল আমির খান, পরিচালক আশুতোষ গোয়ারিকর, এবং সিনেমার আরও তিন টেকনিশিয়ান সিনেমার শুটিংয়ের জন্য কৃষ্ণসার মেরেছিলেন। কিন্তু আদালতে জানিয়ে দেয় এই অভিযোগের কোনও সত্যতা নেই। আমিররা কৃষ্ণসার মেরেছেন এর কোনও বাস্তবতাও নেই।

প্রায় ৯ বছর পর এই মামলায় রেহাই পেলেন আমির খান। তবে হিট অ্যান্ড রান মামলায় অভিযুক্ত সালমান আপাতত রেহাই পেলেও তিনি কিন্তু কৃষ্ণসার মামলায় এখনও রেহাই পাননি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া